গজল- বন্দি কবরে
গীতিকার- মোহাম্মদ আলী
আমি এখন বন্দি কবরে।
স্ত্রী পুত্র আত্মীয়রা সংগে নাই মোর কেউ রে, আমি একা বন্দি কবরে।
ষাট সত্তর খেলাঘরে খেলেছিলাম নেশায় পড়ে
হঠাত আজরাইল এসে বন্দি করে নিয়ে এলো মোরে। ঐ
সঙ্গীরা সব খেলায় মত্ত, পরের কাজে আছে ব্যস্ত
নিজের কাজে উদাস মনা, ধর্ম-কর্মে সময় পায় না। ঐ
হায়রে, আমার কথা কেউ ভাবে না, যারা ছিল আপন জনা;
ডাকলে শুনে না, হায়রে ডাকলে কেউতো শুনে না।
আমি পাপি গুনাহগার বন্দি একজনা। ঐ
কবর হইতে উঠাইয়া আমারে যে যাবে নিয়া
ঝররা ঝররা হিসাব করে জেলখানাতে দিবে।
বিচারে দোষী যারা হবে, দোষী যারা হবে। ঐ
Please follow and like us:
Leave a Reply